পুরাতন বইয়ের মূল্য নির্ধারণ পলিসিঃ

  • বইয়ের কন্ডিশন, এডিশন, বর্তমান বাজার মূল্য ইত্যাদি বিবেচনা করে পুরাতন বইয়ের মূল্য নির্ধারণ করা হয় যেটা সাধারণত বইটির নতুন মূল্যের (৪০%-৮০%) পর্যন্ত হতে পারে।
  • পুরাতন ইডিশনের বইগুলোতে সব সময় মুদ্রিত মূল্য বিবেচনা করা সম্ভব হয়না। উদাহরণ স্বরূপ, কিছু বই পাওয়া যায় যেগুলোর মুদ্রিত মূল্য ১/২/৩/৭ টাকা। সেক্ষেত্রে বইটির পাঠক পয়েন্ট নির্ধারিত পুরাতন মূল্য মুদ্রিত মূল্যের চেয়ে বেশিও হতে পারে। তাই, কোন বইয়ের পুরাতন মূল্য মুদ্রিত মূল্যের চেয়ে বেশি এরকম অভিযোগ গ্রহণযোগ্য নয়।

রিফান্ড পলিসিঃ

  • পুরাতন বইয়ের প্রতিটি অর্ডার প্যাকেজিং এর সময় বইয়ের ছবি/ভিডিও পাঠানো হয়। বইয়ের কন্ডিশন সন্তোষজনক মনে না হলে বই পরিবর্তন কিংবা অর্ডারটি ক্যানসেল করে রিফান্ড নেয়া যাবে। (ছবি/ভিডিও দেখতে আপনার অর্ডার নাম্বারটি আমাদের Messenger/WhatsApp এ ইনবক্স করুন)।
  • বই ডেলিভারি/কুরিয়ার করার পর রিফান্ড/রিটার্ন করতে হলে কাস্টমারকে কুরিয়ার খরচ বহন করে বই রিটার্ন করতে হবে।
  • বই রিসিভ করার ৭ দিনের মধ্যে পেইজ মিসিং/ছেঁড়া/পাঠ অযোগ্য এরকম অভিযোগ গ্রহণ করা হবে।