শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ-১
byশঙ্খ ঘোষ
“শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা" বইটির ভূমিকা থেকে নেয়াঃ অল্পবয়সে বুদ্ধদেবের একটি লাইন নিয়ে আমরা কৌতুক করেছি খুব। মাত্র চল্লিশেই কেন উনি বিলাপ করবেন ‘আমি বুড়াে, প্রায় বুড়াে, কী আছে আমার আর তীব্র তেতাে মত্ত স্মৃতি ছাড়া’? এই ছিল হাসাহাসির বিষয়। কিন্তু এখন, ওই বয়সে পৌছবার আর সামান্যই যখন বাকি, এখন যেন টের পাওয়া যায় শব্দগুলির ভিতরকার লাঞ্ছনা। কৌতুকটা বুঝি ফিরিয়ে নিতে হলাে আজ। আরাে তা ফিরিয়ে নিতে হলাে গােপীমােহনবাবুর ‘শ্রেষ্ঠ কবিতার ডাক শুনে। সহৃদয় তার আহ্বান, সাহসিক। কিন্তু শ্রেষ্ঠ কবিতা ? শুনে মনে হয় যেন পরীক্ষাঘরের শেষ ঘণ্টা বেজে উঠল। এই কি আমাদের অবসান তবে? আমরা তাে ভাবছিলাম আরাে অনেক বাকি আছে। এগিয়ে-পিছিয়ে খেলা, অনেক নতুন করে শুরু কিংবা নতুন করে ছাড়া। তাহলে তা নয় ? | সত্যি বলা ছাড়া আর কোনাে কাজ নেই কবিতার। কিন্তু জীবিকাবশে শ্ৰেণীবশে এতই আমরা মিথ্যায় জড়িয়ে আছি দিনরাত যে একটি কবিতার জন্যেও কখনাে-কখনাে অনেকদিন থেমে থাকতে হয়। উপরন্তু আমি যে আধুনিকতার কথা ভাবি সেখানে মন্থর পুনরাবৃত্তির কোনাে। মানে নেই, অবাধ প্রগম্ভতার কোনাে প্রশ্রয় নেই। তাই কম লিখি বলে আমার ভয় হয় না। আমার ভয় কেবল এই যে সমস্তটা মিলিয়ে আদ্যন্ত একটিই-যে নাটক গড়ে উঠবার কথা ছিল, আজও তার অবয়ব দেখতে পাই না স্পষ্ট। বলা হয় না কিছু’ : এখনও রয়ে গেল পুরােনাে সেই নিষ্ফলতার বােধ। এ সংকলনের সবচেয়ে প্রাচীন লেখা “কবর”, সবচেয়ে নতুন “ভূমধ্যসাগর” ; মধ্যবর্তী ঠিক কুড়ি বছরের সময় থেকে সাজিয়ে নিতে গিয়ে দেখি, হতাশা ছাড়া হাতে থাকে না কিছুই। | তাই, শ্রেষ্ঠ কবিতা বলার কোনাে মানে নেই একে।
লেখক | : | শঙ্খ ঘোষ |
প্রকাশনী | : | দে'জ পাবলিশং |
বিষয় | : | চিরায়ত কাব্য |
সংস্করণ | : | 2009 |
কভার | : | hardcover |
ভাষা | : | bangla |
ISBN | : | 9788129522603 |
পৃষ্ঠা সংখ্যা | : | 209 |