গল্প সংগ্রহ
byআবদুল্লাহ আবু সায়ীদ
সূচিপত্র * একটি প্রেমের গল্প * রুবিরন * খর-যৌবনের বন্দি * মুক্তিযোদ্ধা * অবিমিশ্র মানুষ * ল্যাজারাসের প্রত্যাবর্তন * বেহুলা-ভাসান * রোদনরূপসী * উধাও চরাচরে * জনিত বাসনা * চেতনাচেতনের পদাবলি * স্বর্ণচাঁপার রূপকথা * স্বপ্ন-দুঃস্বপ্নের গল্প ভূমিকা যাঁরা লেখালেখি করেন তাঁরা নিজেদের লেখাকে সবসময় পাঠকের গোচরে আনতে চেষ্টা করেন। লেকার স্বার্থেই এটা তাঁদের করতে হয়। এটা তাঁরা মোটামুটি পারেনও। লেখকদের সবারই একটা নিজস্ব লেখক জীবন থাকে। তাঁরা থাকেন সেই জীবনের মধ্যে পুরোপুরি প্রোথিত। তাই নিজেদের লেখাকে মানুষের চোখের সামনে নিয়ে আসার জোরালো চেষ্টা যেমন তাঁদের ভেতর থাকে তেমনি তার সাফল্যেও থাকে। আমি এটা পারিনি। আমি মূলত সামাজিক ও সংগঠন জগতের মানুষ। বছর কয়েক ধরে লিখছি বটে, কিন্তু পাঠকের গোচরে সেসবকে আনতে হলে যে সময় আর মনোযোগ দরকার তা আমার জোটেনি। তাই আমার লেখা সম্বন্ধে পাঠকদের জানানো খুবই অল্প। বিশেষ করে ছোটগল্প সম্বন্ধে। ছোটগল্প সংখ্যা্য় কম, লেখা হয়েছে বিক্ষিপ্তভাবে। ফলে লেখাগুলো পাঠকদের চোখে একরকম পড়েই নি। এ পর্যন্ত আমার ছোটগল্পের বই দুটো ‘রোদনরূপসী’ আর ‘খর যৌবনের বন্দি’। আরেকটা বই ‘স্বপ্ন-দুঃস্বপ্নের গল্প’ বেরোবো বেরোবো করছে। দীর্ঘ বিরতি ও বিচ্ছিন্নভাবে এই গল্প ও বইগুলো প্রকাশিত হওয়ায় এগুলো পাঠকের দৃষ্টি পুরোপুরি এড়িয়ে গেছে। একসঙ্গে গল্পগুলো বের হলে হয়তো তা পাঠকের চোখে পড়বে এই দুরাশা নিয়ে এই গল্প-সংগ্রহ বের করলাম। গল্পগুলো পাঠকের ভালো লাগলে কৃতার্থ বোধ করব। যার উৎসাহ না পেলে এই বই প্রকাশিত হত না তিনি অনন্যা প্রকাশনীর স্বত্বাধিকারী মনিরুল হক। বিশ্বসাহিত্য কেন্দ্রর আলাউদ্দিন সরকার বইটি প্রকাশের প্রথম থেকে শেস পর্যন্ত অক্লান্ত সহযোগিতা দিয়েছেন, তাঁর কাছে আমার কৃতজ্ঞতা। আবদুল্লাহ আবু সায়ীদ ঢাকা ১৯.০২.০৩
লেখক | : | আবদুল্লাহ আবু সায়ীদ |
প্রকাশনী | : | অনন্যা |
বিষয় | : | গল্প সমগ্র |
সংস্করণ | : | 2003 |