Book Image

যুবরাজ

80
Quantity:
Out of Stock
N.B: পুরাতন বই অর্ডার করে কন্ডিশন দেখতে Messenger/WhatsApp এ অর্ডার আইডি ইনবক্স করুন।

যুবরাজ

byইমদাদুল হক মিলন

ফ্ল্যাপে লেখা কথা যেসব রাতে আপনি আমাদের ঘাটলায় বসে গান করেছেন সেসব রাতে এক মিনিটের জন্যও ঘুমোতে পারিনি আমি। শুধু আপনার কথা ভেবেছি। যখন চোখ একটু লেগে এসেছে, তন্দ্রামতো এসেছে, তখন কেবল আপনাকে স্বপ্ন দেখেছি।আপনি ঘাটলায় বসে উদাস হয়ে গান গাইছেন, আমি ঘর অন্ধকার করে জানালায় দাঁড়িয়ে শুনছি, কতদিন চোখের জলে গাল ভৈসে গেছে আমার। নিঃশব্দে কত যে কান্না আপানর গান শুনে আমি কেঁদেছি।রাতের খাবার খেতে মা আমায় ডেকেছে,, আমি শুনতে পাইনি। কখনও কখনও শুনতে পেয়েও খেতে যাইনি। আমার খেতে ইচ্ছে করেছে ঘর থেকে বেরিয়ে আসি আমি। আপনার কাছে চলে আসি, ঘাটলায় চলে আসি। এসে, আপনার পাশে বসে থাকি। আপনার মুখের দিকে তাকিয়ে আপনার গান শুনি। মায়ার কথা শুনতে শুনতে যুবরাজ যেন বাকরুদ্ধ হয়ে গেছে, বোবা হয়ে গেছে। সে যেন কথা বলতে পারেনা সে যেন নড়তে পারে না। বুকের ভেতর কী রকম একটা থম ধরা ভাব। চোখের ভেতর কী রকম একটা সূক্ষ্ণ জ্বালা, এই চোখে পলক ফেলতে ভূলে যায় যুবরাজ। মায়া বলল, যতদিন আপনার গান শুনেছি, ততদিন এই অনুভূতি হয়েছে আমার। আপনার কাছে চলে আসতে ইচ্ছে করেছে। জোর করে নিজেকে ঘরে আটকে রেখেছি আমি।শাসনে রেখেছি নিজেকে। আজও রাখতে চেয়েছি ও পারিনি। আজ আমি ঘর থেকে বেরিয়ে এসছি। আজ আমি আপনার কাছে চলে এসেছি।আজ আমি আপনার কাছে চলে এসেছি। অবশ্য আজ আপনার কাছে না এসে আমার কোনও উপায় ছিল না। দিনের পর দিন একই কষ্ট আমি আর সইতে পারছিলাম না .....

যুবরাজ
লেখক:ইমদাদুল হক মিলন
প্রকাশনী:এশিয়া পাবলিকেশনস
বিষয়:সমকালীন উপন্যাস
সংস্করণ:1998