অস্তরাগে স্মৃতি সমুজ্জ্বল বঙ্গবন্ধু,তাঁর পরিবার ও আমি
অস্তরাগে স্মৃতি সমুজ্জ্বল বঙ্গবন্ধু,তাঁর পরিবার ও আমি
byমমিনুল হক খোকা
"অস্তরাগের স্মৃতি সমুজ্জ্বল : বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও আমি" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ মমিনুল হক খােকার বইটি শুধু ১৯৫৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ঘটে যাওয়া এ দেশের রাজনৈতিক ঘটনাবলি এবং বঙ্গবন্ধুর পারিবারিক ঘটনার অ্যাকাউন্টস নয়। যে কোনাে পাঠক পড়লেই বুঝতে পারবেন তার চেয়ে অনেক অনেক বেশি। শুধু এটুকু বললে লেখকের ওপর অবিচার করা হবে। প্রধানত বাংলাদেশের স্বাধীনতা-পূর্ব রাজনীতির ডিনামিক্স বুঝতে হলে, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন এবং সেই স্বপ্নকে রাজনীতির রক্তমাংস দিয়ে গড়ে তােলার। জন্য তার যে জীবন বাজি রেখে একরােখা কমিটমেন্ট সেটা বুঝতে হলে এই বইটিই পড়তে হবে পাঠককে। মুনীরুজ্জামান, সংবাদ “জনাব মমিনুল হক খোকার বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে লেখা বইটি কেবল সুখপাঠ্যই নয়, এর মধ্যে জড়িয়ে আছে। এ দেশের কিছু কিছু লােকের হঠকারিতা, ভণ্ডামি আর লােকের ইতিবৃত্ত। সাহিত্য প্রকাশের এই বইটি ঝকঝকে ছাপা, মুদ্রণপ্রমাদ খুবই কম এবং ইংরেজি শব্দগুলাের যে উচ্চারণ বাংলায় লেখা হয়েছে তা নির্ভুল। রাজিয়া খান, জনকণ্ঠ মমিনুল হক খােকা পুরনাে দিনের বহু স্মৃতি ও বহু ঘটনার কথা তুলে ধরেছেন সুনিপুণভাবে, যার অনেক কিছুই বর্তমান প্রজন্ম জানে না। মণীন্দ্রনাথ সরকার, মানবজমিন।
লেখক | : | মমিনুল হক খোকা |
প্রকাশনী | : | সাহিত্য |
বিষয় | : | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান |
সংস্করণ | : | 2009 |
কভার | : | hardcover |
ISBN | : | 9847012400296 |
পৃষ্ঠা সংখ্যা | : | 215 |