সায়রা সায়েন্টিস্ট
byমুহম্মদ জাফর ইকবাল
"সায়রা সায়েন্টিস্ট"বইটির প্রথমের কিছু অংশ: জরিনি ইঁদুর মগবাজারের মােড়ে স্কুটার থেকে নেমে আমি পকেট থেকে তিনটা দশ টাকার নােট বের করে স্কুটার ড্রাইভারের হাতে দিলাম। ড্রাইভার নােট তিনটার দিকে এক নজর দেখে আমার দিকে তাকিয়ে বলল, “পঁয়ত্রিশ টাকা ভাড়া।” আমি অবাক হয়ে বললাম, “পঁয়ত্রিশ টাকা?” স্কুটার ড্রাইভার তার পান খাওয়া দাঁত বের করে একগাল হেসে বলল, “জে। পঁয়ত্রিশ টাকা।” “আপনি না ত্রিশ টাকায় রাজি হলেন?” | ড্রাইভার তার মুখের হাসি আরও বিস্তৃত করে বলল, “জে না। রাজি হই নাই।” | “সে কী!” আমি রেগে উঠে বললাম, “আপনি-পঁয়ত্রিশ টাকা চেয়েছিলেন। আমি বললাম, ত্রিশ টাকায় যাবেন? আমার স্পষ্ট মনে আছে আপনি মাথা নাড়লেন।” । স্কুটার ড্রাইভার ভুরু কুঁচকে বলল, “মাথা নেড়েছিলাম?” “হ্যা।” স্কুটার ড্রাইভার মুখ গম্ভীর করে তার মাথাটা নেড়ে দেখিয়ে বলল, “এইভাবে?” “হ্যা। এইভাবে।”
লেখক | : | মুহম্মদ জাফর ইকবাল |
প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
বিষয় | : | সায়েন্স ফিকশন |
সংস্করণ | : | 2005 |
কভার | : | hardcover |
পৃষ্ঠা সংখ্যা | : | 128 |